ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৩৮৬
তালবিয়া কীরূপ
(১৩৮৬) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর তালবিয়া ছিল নিম্নরূপ: ‘বান্দা হাযির, হে আল্লাহ, বান্দা হাযির। বান্দা হাযির। আপনার কোনো শরীক নেই। বান্দা হাযির। প্রশংসা এবং নিআমত আপনারই এবং রাজত্ব। আপনার কোনো শরীক নেই'। মুসলিমের এক বর্ণনায় ইবন উমার রা. বলেন, উমার রা. রাসূলুল্লাহ (ﷺ) এর তালবিয়ার মতো উপরের বাক্যগুলো দিয়ে তালবিয়া বলতেন এবং বলতেন, 'বান্দা হাযির, হে আল্লাহ, বান্দা হাযির। আপনার আনুগত্যের ক্রমাগত অনুপ্রেরণায়। কল্যাণ আপনারই হস্তদ্বয়ের মধ্যে । প্রার্থনা-যাচা সবই আপনার কাছে এবং কর্ম'।
عن عبد الله بن عمر رضي الله عنهما أن تلبية رسول الله صلى الله عليه وسلم: لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك... كان عمر بن الخطاب رضي الله عنه يهل بإهلال رسول الله صلى الله عليه وسلم من هؤلاء الكلمات ويقول: لبيك اللهم لبيك لبيك وسعديك والخير في يديك لبيك والرغباء إليك والعمل
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান