ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৩৮৩
ইহরামকারী কখন থেকে তালবিয়া পাঠ শুরু করবে
(১৩৮৩) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাতের পরে তালবিয়া পাঠ করেন।
عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم أهل في دبر الصلاة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৩৮৪
ইহরামকারী কখন থেকে তালবিয়া পাঠ শুরু করবে
(১৩৮৪) তাবিয়ি সায়ীদ ইবন জুবাইর বলেন, আমি আব্দুল্লাহ ইবন আব্বাস রা.কে বললাম, রাসূলুল্লাহ (ﷺ) কখন হজ্জের তালবিয়া শুরু করেছিলেন সে বিষয়ে তাঁর সাহাবিগণের মতবিরোধ দেখে আমি অবাক হয়ে যাই তখন ইবন আব্বাস রা. বলেন, আমি এই বিষয়ে মানুষদের মধ্যে সবচেয়ে বেশী অবগত আছি। রাসূলুল্লাহ (ﷺ) একটিই মাত্র হজ্জ করেন আর এখান থেকেই তাদের মতবিরোধ। রাসূলুল্লাহ (ﷺ) হজ্জের জন্য বের হলেন । যখন তিনি যুল হুলাইফায় তাঁর মসজিদে তাঁর দুই রাকআত সালাত আদায় করলেন তখন সেখানে বসা অবস্থাতেই তিনি হজ্জ ফরয করে নিলেন এবং যখন তাঁর দুই রাকআত সালাত শেষ করলেন তখন হজ্জের জন্য তালবিয়া পাঠ করলেন। অনেকেই তাঁর এই তালবিয়া পাঠ শুনতে পেল তখন আমি তাঁর থেকে তা মুখস্ত করে রাখলাম। অতঃপর তিনি (উটের পিঠে) আরোহণ করেন । যখন তাঁর উট তাঁকে নিয়ে দাঁড়াল তখন তিনি তালবিয়া পাঠ করেন । অনেক মানুষ তাঁর থেকে তা জানতে পারে। এর কারণ হল, মানুষেরা দলে দলে আসছিলেন । এজন্য তারা শুনলেন যে, তাঁর উট যখন তাঁকে নিয়ে দাঁড়িয়ে পড়ল তখন তিনি তালবিয়া পাঠ করলেন। তখন তারা বললেন, যখন তাঁর উট তাকে নিয়ে দাঁড়িয়ে পড়ল তখনই মাত্র তিনি তালবিয়া পাঠ করেন। এরপর রাসূলুল্লাহ (ﷺ) চলতে শুরু করেন। যখন তিনি বাইদা প্রান্তরের উচ্চভূমিতে আরোহণ করলেন তখন তিনি তালবিয়া বলেন। অনেক মানুষ তাঁর থেকে তা জানতে পারলেন। তখন তারা বলেন, তিনি যখন বাইদা প্রান্তরের উচ্চভূমির উপরে আরোহণ করেন তখনই মাত্র তালবিয়া পাঠ করেন। আমি আল্লাহর কসম করে বলছি, তিনি তাঁর সালাতের স্থানে বসেই হজ্জ ফরয করেছিলেন এবং তাঁর উট যখন তাকে নিয়ে দাঁড়াল তখন তালবিয়া পাঠ করেছিলেন এবং যখন তিনি বাইদা প্রান্তরের উচ্চভূমির উপরে উঠেন তখন তালবিয়া পাঠ করেন।
عن سعيد بن جبير قال: قلت لعبد الله بن عباس رضي الله عنهما عجبت لاختلاف أصحاب رسول الله صلى الله عليه وسلم في إهلاله حين أوجب فقال إني لأعلم الناس بذلك إنها إنما كانت من رسول الله صلى الله عليه وسلم حجة واحدة فمن هناك اختلفوا خرج رسول الله صلى الله عليه وسلم حاجا فلما صلى في مسجده بذي الحليفة ركعتيه أوجب في مجلسه فأهل بالحج حين فرغ من ركعتيه فسمع ذلك منه أقوام فحفظته عنه ثم ركب فلما استقلت به ناقته أهل وأدرك ذلك منه أقوام وذلك أن الناس إنما كانوا يأتون أرسالا فسمعوه حين استقلت به ناقته يهل فقالوا إنما أهل رسول الله صلى الله عليه وسلم حين استقلت ناقته. ثم مضى رسول الله صلى الله عليه وسلم فلما علا على شرف البيداء أهل وأدرك ذلك منه أقوام فقالوا إنما أهل حين علا على شرف البيداء وايم الله لقد أوجب في مصلاه وأهل حين استقلت به ناقته وأهل حين علا على شرف البيداء
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান