ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৩৮২
 হজ্ব - উমরার অধ্যায়
ইহরামের পূর্বে দুই রাকআত
(১৩৮২) আব্দুল্লাহ ইবন উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) যুল হুলাইফায় দুই রাকআত সালাত** আদায় করতেন। অতঃপর যখন তাঁর উট তাঁকে নিয়ে যুল হুলাইফার মসজিদের নিকট সোজা হয়ে দাঁড়িয়ে পড়ত তখন তিনি তালবিয়া পাঠ শুরু করতেন।
كتاب الحج
عن عبد الله بن عمر رضي الله عنهما: كان رسول الله صلى الله عليه وسلم يركع بذي الحليفة ركعتين ثم إذا استوت به الناقة قائمة عند مسجد ذي الحليفة أهل
তাহকীক: