ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৩৭৮
হজ্জের সফরে বেরোনোর সময় সাজগোজ করা
(১৩৭৮) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) চুল আঁচড়ালেন, তেল ব্যবহার করলেন, খোলা সেলাইবিহীন লুঙ্গি ও চাদর পরিধান করলেন, এরপর মদীনা থেকে তাঁর সাথিদেরকে নিয়ে রাওয়ানা দিলেন। তখন তিনি কোনো প্রকারের লুঙ্গি বা চাদর পরতে নিষেধ করেন নি, শুধুমাত্র যেগুলো যাফরান দিয়ে রং করা হয়েছে এবং পরলে গায়ের চামড়ায় যাফরান লেগে যায় সেগুলো পরতে নিষেধ করেন।
عن عبد الله بن عباس رضي الله عنهما قال: انطلق النبي صلى الله عليه وسلم من المدينة بعد ما ترجل وادهن ولبس إزاره ورداءه هو وأصحابه فلم ينه عن شيء من الأردية والأزر تلبس إلا المزعفرة التي تردع على الجلد

তাহকীক:
তাহকীক চলমান