ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৩৭৬
কোন দিনে সফর মুসতাহাব এবং সফরে বেরোনোর সময় কী বলবে
(১৩৭৬) কা'ব ইবন মালিক রা. বলতেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন ভ্রমণে (সফরে) বের হতেন তখন খুব কমই বৃহস্পতিবার ছাড়া অন্য কোনো দিনে বের হতেন ।
عن كعب بن مالك رضي الله عنه كان يقول: لقلما كان رسول الله صلى الله عليه وسلم يخرج إذا خرج في سفر إلا يوم الخميس
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৩৭৭
কোন দিনে সফর মুসতাহাব এবং সফরে বেরোনোর সময় কী বলবে
(১৩৭৭) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন ভ্রমণে (সফরে) বের হওয়ার জন্য তাঁর উটের পিঠে সমাসীন হতেন তখন তিনবার তাকবীর (আল্লাহু আকবার) বলতেন । এরপর বলতেন, ‘পবিত্র ও মহান তিনি, যিনি এদেরকে আমাদের বশীভূত করে দিয়েছেন, যদিও আমরা সমর্থ ছিলাম না এদেরকে বশ করতে**। হে আল্লাহ, আমরা আমাদের এই সফরে আপনার কাছে চাই কল্যাণকর্ম ও আল্লাহ-ভীতি, এবং আপনি যে কর্ম পছন্দ করেন সেই কর্ম । হে আল্লাহ, আমাদের এই সফরকে আমাদের জন্য সহজ করে দিন এবং আমাদের থেকে এর দূরত্ব গুটিয়ে নিন (সংক্ষিপ্ত করে দিন)। হে আল্লাহ, আপনিই সফরে আমাদের সঙ্গী এবং রেখে আসা পরিবার-পরিজনের মধ্যে আমাদের প্রতিনিধি। হে আল্লাহ, আমি আপনার আশ্রয় গ্রহণ করছি সফরের কষ্ট-কাঠিন্য থেকে, দুশ্চিন্তাগ্রস্ত হওয়া থেকে এবং পরিবারের মধ্যে বা সম্পদের মধ্যে খারাপভাবে প্রত্যাবর্তন করা থেকে। যখন তিনি ফিরে আসতেন তখনও এই কথাগুলো বলতেন এবং অতিরক্তি বলতেন, 'আমরা প্রত্যাবর্তন করছি, ফিরে আসছি এবং আমাদের প্রভু-প্রতিপালকের প্রশংসা করছি'।
عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان إذا استوى على بعيره خارجا إلى سفر كبر ثلاثا ثم قال: سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علينا سفرنا هذا واطو عنا بعده اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل اللهم إني أعوذ بك من وعثاء السفر وكآبة المنظر وسوء المنقلب في المال والأهل وإذا رجع قالهن وزاد فيه: آيبون تائبون عابدون لربنا حامدون
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান