ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১২৯৪
খেজুর এবং পানি দিয়ে ইফতার করা
(১২৯৪) সালমান ইবন আমির দাব্বি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমাদের কেউ ইফতার করবে তখন সে যেন খেজুর দিয়ে ইফতার করে। যদি সে খেজুর না পায় তাহলে সে যেন পানি দিয়ে ইফতার করে।
عن سلمان بن عامر الضبي رضي الله عنه مرفوعا: إذا أفطر أحدكم فليفطر على تمر فإن لم يجد فليفطر على ماء

তাহকীক:
তাহকীক চলমান
