ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১২৯৩
অবিলম্বে ইফতার করার মর্যাদা
(১২৯৩) সাহল ইবন সা'দ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যতদিন পর্যন্ত মানুষেরা (সূর্যাস্তের সাথে সাথে) অবিলম্বে ইফতার করবে ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে।
عن سهل بن سعد رضي الله عنه مرفوعا: لا يزال الناس بخير ما عجلوا الفطر

তাহকীক:
তাহকীক চলমান
