ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১২৮১
রোযার অধ্যায়
রামাদান মাসের আগে থেকেই সিয়াম শুরু করা
(১২৮১) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা রামাদান মাসের একদিন বা দুইদিন আগে সিয়াম পালন ( শুরু) করবে না। তবে যদি কেউ কোনো নিয়মিত সিয়াম পালন করতে অভ্যস্ত হয় তাহলে সে তার নিয়মিত সিয়াম পালন করবে।
كتاب الصيام
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: لا تقدموا رمضان بصوم يوم ولا يومين إلا رجل كان يصوم صوما فليصمه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১২৮২
রোযার অধ্যায়
রামাদান মাসের আগে থেকেই সিয়াম শুরু করা
(১২৮২) আবু উমামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) শা'বান মাসকে রামাদান মাসের সাথে মিলিয়ে দিতেন (শাবানের সিয়াম পালন করতে করতে রামাদানের সিয়াম শুরু করতেন। এভাবে দুইমাস একটানা সিয়াম পালন করতেন)।
كتاب الصيام
عن أبي أمامة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يصل شعبان برمضان
tahqiq

তাহকীক: