ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১২৩৬
যাকাতের অধ্যায়
যাকাত প্রদানকারী জন্য দুআ
(১২৩৬) আব্দুল্লাহ ইবন আবু আউফা রা. বলেন, যখন কোনো গোত্র বা গোষ্ঠীর মানুষেরা যাকাত নিয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করত, তখন তিনি বলতেন, ‘হে আল্লাহ, আপনি এদের উপর রহমত প্রদান করুন'।
كتاب الزكاة
عن عبد الله بن أبي أوفى رضي الله عنه قال: كان النبي صلى الله عليه وسلم إذا أتاه قوم بصدقة قال: اللهم صل عليهم
tahqiq

তাহকীক: