ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১২৩৩
যাকাত সংগ্রহের আদব
(১২৩৩) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মরুবাসী যাযাবর বেদুঈনদের যাকাত তারা যে সকল পানির ঝর্ণা বা পুকুরে একত্র হন সেখান থেকে গ্রহণ করতে হবে এবং তাদের বাড়ির আঙ্গিনা থেকে গ্রহণ করতে হবে।
عن عائشة رضي الله عنها مرفوعا: تؤخذ صدقة أهل البادية على مياههم وبأفنيتهم

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১২৩৪
যাকাত সংগ্রহের আদব
(১২৩৪) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি আব্দুল্লাহ ইবন আমর রা. থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুসলিমদের যাকাত তাদের পানির নিকট থেকে অথবা তাদের বাড়ির আঙ্গিনা থেকে গ্রহণ করা হবে।
عن عمرو بن شعيب عن أبيه عن عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم قال: تؤخذ صدقات المسلمين عند مياههم أو عند أفنيتهم

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১২৩৫
যাকাত সংগ্রহের আদব
(১২৩৫) আমর ইবন শুআইব তাঁর পিতা থেকে, তিনি তাঁর দাদা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যাকাত গ্রহণের জন্য যাকাতের সম্পদ বা পশু বিভিন্ন স্থান থেকে নিয়ে এসে একত্র করা যাবে না। আবার যাকাত প্রদানের ভয়ে একত্র সম্পদ বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন করা যাবে না। যাকাত প্রদানকারীদের নিজনিজ বাড়ি ছাড়া অন্য কোথাও থেকে যাকাত গ্ৰহণ করা হবে না। (যাকাত গ্রহণে সংগ্রাহকের সুবিধার জন্য প্রদানকারীদেরকে কষ্ট দেওয়া যাবে না। বরং সংগ্রাহক নিজে কষ্ট করে প্রত্যেকের বাড়িতে গিয়ে যাকাত সংগ্রহ করবেন)।
عن عمرو بن شعيب عن أبيه عن جده مرفوعا: لا جلب ولا جنب ولا تؤخذ صدقاتهم إلا في دوريم

তাহকীক:
তাহকীক চলমান