ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ১২২৯
যাকাতের অধ্যায়
মুক্তো ও মূল্যবান পাথরের যাকাত
(১২২৯) আলী রা. বলেন, মুক্তোয় কোনো যাকাত নেই।
كتاب الزكاة
عن علي رضي الله عنه قال لا زكاة في اللؤلؤ
তাহকীক:
হাদীস নং: ১২৩০
যাকাতের অধ্যায়
মুক্তো ও মূল্যবান পাথরের যাকাত
(১২৩০) ইবন উমার** রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পাথরে কোনো যাকাত নেই ।
كتاب الزكاة
عن ابن عمر رضي الله عنه مرفوعا: لا زكاة في حجر
তাহকীক:
হাদীস নং: ১২৩১
যাকাতের অধ্যায়
মুক্তো ও মূল্যবান পাথরের যাকাত
(১২৩১) তাবিয়ি ইকরিমা থেকে বর্ণিত, তিনি বলেন, মুক্তো বা জমরদ পাথর যদি ব্যবসার জন্য না হয় (শুধু ব্যবহারের জন্য হয়) তাহলে তাতে কোনো যাকাত নেই। আর যদি তা ব্যবসায়ের জন্য হয় তাহলে তাতে যাকাত দিতে হবে।
كتاب الزكاة
عن عكرمة قال: ليس في حجر اللؤلؤ ولا حجرالزمرد زكاة إلا أن يكونا لتجارة فإن كانا لتجارة ففيهما زكاة
তাহকীক: