ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১২২১
যাকাতের অধ্যায়
মধুর উশর
(১২২১) আবু সাইয়ারাহ রা. বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু মৌমাছির চাষ আছে। তিনি বললেন, তুমি (উৎপাদিত মধুর ) উশর আদায় করবে।
كتاب الزكاة
عن أبي سيارة المتعي رضي الله عنه قال: قلت يا رسول الله إنّ لي نحلا قال أن العشر
তাহকীক:
হাদীস নং: ১২২২
যাকাতের অধ্যায়
মধুর উশর
(১২২২) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে মধুর ক্ষেত্রে প্রতি দশভাণ্ড থেকে একভাণ্ড নেওয়া হত ।
كتاب الزكاة
عن عمرو بن شعيب عن أبيه عن جده كان يؤخذ في زمانه صلى الله عليه وسلم من العسل من كل عشر قرب قربة
তাহকীক: