ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১২১৭
যাকাতের জন্য এক দ্রব্যের পরিবর্তে অন্য দ্রব্য গ্রহণ করা
(১২১৭) তাবিয়ি তাউস (১০৬ হি.) বলেন, মুআয রা. (১৮ হি.) ইয়ামানবাসীদেরকে বলেন, আমাকে যাকাত হিসাবে যব ও ভুট্টার পরিবর্তে কাপড় জাতীয় দ্রব্য এনে দাও, পশমি বা রেশমি ডোরাকাটা কাপড় বা পরিধেয় কাপড় দাও । এই ব্যবস্থা তোমাদের জন্য সহজতর এবং মদীনায় রাসূলুল্লাহ (ﷺ) এর সাহাবিগণের জন্য উত্তম।
عن طاوس قال قال معاذ رضي الله عنه لأهل اليمن: ائتوني بعرض ثياب خميص أو لبيس في الصدقة مكان الشعير والذرة أهون عليكم وخير لأصحاب النبي صلى الله عليه وسلم بالمدينة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান