ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১২১৫
মেয়েদের ব্যবহৃত অলঙ্কারের যাকাত
(১২১৫) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বলেন, এক মহিলা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে। তার সাথে তার একটি মেয়ে ছিল । তার মেয়ের হাতে সোনার দুইটি মোটা চুড়ি ছিল। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তুমি কি এর যাকাত প্রদান কর? সে বলে, না। তিনি বলেন, তুমি কি পছন্দ কর যে, তোমাকে আল্লাহ কিয়ামতের দিন এই দুইটির পরিবর্তে আগুনের দুইটি চুড়ি পরাবেন? তখন সে চুড়ি দুইটি খুলে রাসূলুল্লাহ (ﷺ) কে প্রদান করে এবং বলে, এগুলো আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) এর জন্য ।
عن عمرو بن شعيب عن أبيه عن جده أن امرأة أتت رسول الله صلى الله عليه وسلم ومعها ابنة لها وفي يد ابنتها مسكتان غليظتان من ذهب فقال لها أتعطين زكاة هذا؟ قالت لا قال أيسرك أن يسورك الله بهما يوم القيامة سوارين من نار؟ قال فخلعتهما فألقتهما إلى النبي صلى الله عليه وسلم وقالت هما لله عز وجل ولرسوله
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান