ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১১৬৪
গাল চাপড়ানো ও জাহিলি পথে আহ্বান করা নিষিদ্ধ
(১১৬৪) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি (বিপদে বা শোকে) গাল চাপড়ায় বা দেহ চাপড়ায়, এবং পোশাকের গলা ছিড়ে ফেলে বা খুলে ফেলে এবং জাহিলি যুগের কোনো বিষয়ের দিকে আহ্বান করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়।
عن عبد الله رضي الله عنه مرفوعا: ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১১৬৫
গাল চাপড়ানো ও জাহিলি পথে আহ্বান করা নিষিদ্ধ
(১১৬৫) আবু সায়ীদ খুদরি রা. বলেন, যে মহিলা শোকে শব্দ করে কান্নাকাটি ও শোকপ্রকাশ করে এবং যে মহিলা তা শ্রবণ করে উভয়কে রাসূলুল্লাহ (ﷺ) অভিশাপ দিয়েছেন।
عن أبي سعيد الخدري رضي الله عنه قال: لعن رسول الله صلى الله عليه وسلم النائحة والمستمعة

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১১৬৬
গাল চাপড়ানো ও জাহিলি পথে আহ্বান করা নিষিদ্ধ
(১১৬৬) উম্মু আতিয়্যাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের বাইআত গ্রহণের সময় একথারও প্রতিজ্ঞা গ্রহণ করেন যে, আমরা শোকে সশব্দে কান্নাকাটি করব না।
عن أم عطية رضي الله عنها قالت : أخذ علينا النبي صلى الله عليه وسلم عند البيعة أن لا ننوح

তাহকীক:
তাহকীক চলমান