ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১১৪৪
কবর প্রশস্ত করা, গভীর করা, সুন্দর করা, পাশ-কবর বা গর্ত-কবর
(১১৪৪) একজন আনসারি সাহাবি বলেন, তিনি দেখেছেন, রাসূলুল্লাহ (ﷺ) কবর খননকারীকে উপদেশ দিচ্ছেন, পায়ের দিক থেকে প্রশস্ত করো, মাথার দিক থেকে প্রশস্ত করো।
عن رجل من الأنصار مرفوعا: يوصي الحافر أوسع من قبل رجليه أوسع من قبل رأسه
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১১৪৫
কবর প্রশস্ত করা, গভীর করা, সুন্দর করা, পাশ-কবর বা গর্ত-কবর
(১১৪৫) হিশাম ইবন আমির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা খনন করো, গভীর করো এবং সুন্দর করো।
عن هشام بن عامر رضي الله عنه مرفوعا: احفروا وأعمقوا وأحسنوا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১১৪৬
কবর প্রশস্ত করা, গভীর করা, সুন্দর করা, পাশ-কবর বা গর্ত-কবর
(১১৪৬) সা'দ ইবন আবী ওয়াক্কাস রা. তার মৃত্যুপূর্ব অসুস্থতার মধ্যে বলেন, আমার জন্য তোমরা পার্শ্ব-কবর খনন করবে এবং এই পাশ-গর্তের মুখে মাটির ইটগুলোকে দাঁড় করিয়ে দিবে, যেরূপভাবে রাসূলুল্লাহ (ﷺ) এর জন্য করা হয়েছিল ।
عن سعد بن أبي وقاص رضي الله عنه أنه قال في مرضه الذي هلك فيه: ألحدوا لي لحدا وانصبوا علي اللبن نصبا كما صنع برسول الله صلى الله عليه وسلم
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১১৪৭
কবর প্রশস্ত করা, গভীর করা, সুন্দর করা, পাশ-কবর বা গর্ত-কবর
(১১৪৭) আনাস ইবন মালিক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর ওফাতের সময় মদীনায় একব্যক্তি পার্শ্ব-কবর খনন করতেন এবং একব্যক্তি গর্ত-কবর বা সিন্দুক কবর খনন করতেন। সাহাবিগণ বলেন, আমার আমাদের প্রভুর কাছে উত্তম সিদ্ধান্ত গ্রহণের তাওফীক প্রার্থনা করি এবং দুই কবর খননকারীকেই ডাকতে পাঠাই। তাদের মধ্যে যে আগে আসবে তাকেই আমরা কবর খনন করতে দিব। তখন পার্শ্ব-কবর খননকারী আগে আগমন করেন। ফলে সাহাবিগণ রাসূলুল্লাহ (ﷺ) এর জন্য পার্শ্ব-কবর খনন করেন।
عن أنس بن مالك رضي الله عنه قال: لما توفي النبي صلى الله عليه وسلم كان بالمدينة رجل يلحد وآخر يضرح فقالوا نستخير ربنا ونبعث إليهما فأيهما سبق تركناه فأرسل إليهما فسبق صاحب اللحد فلحدوا للنبي صلى الله عليه وسلم
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান