ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১১৪৩
মৃতদেহকে তাড়াতাড়ি নিয়ে যাওয়া
(১১৪৩) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা শবাধার বা মৃতদেহ তাড়াতাড়ি নিয়ে যাবে। কারণ যদি তা নেককার হয় তাহলে তাকে তোমরা কল্যাণের দিকে এগিয়ে দিচ্ছ। আর যদি অন্য কিছু হয় তাহলে তোমরা অকল্যাণকে তোমাদের কাঁধ থেকে নামাচ্ছ।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: أسرعوا بالجنازة فإن تك صالحة فخير تقدمونها وإن يك سوى ذلك فشر تضعونه عن رقابكم
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা