ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১১৩৫
নামাযের অধ্যায়
মসজিদের মধ্যে সালাতুল জানাযা আদায় করা
(১১৩৫) তাবিয়ি আবু সালামা ইবন আব্দুর রহমান বলেন, যখন সা'দ ইবন আবী ওয়াক্কাস রা. ইন্তিকাল করেন (৫৫ হি.) তখন আয়িশা রা. বলেন, তাকে মসজিদের (মসজিদে নববি) মধ্যে প্রবেশ করাও, যেন আমি তার সালাতুল জানাযা আদায় করতে পারি। তখন তার এই কথার উপরে আপত্তি উত্থাপিত হয়। তখন তিনি বলেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ (ﷺ) বাইদার দুইপুত্র সুহাইল ও তার ভাইয়ের সালাতুল জানাযা মসজিদের মধ্যেই আদায় করেন।
كتاب الصلاة
عن أبي سلمة بن عبد الرحمن أن عائشة رضي الله عنها لما توفي سعد بن أبي وقاص رضي الله عنه قالت: أدخلوا به المسجد حتى أصلي عليه فأنكر ذلك عليها فقالت والله لقد صلى رسول الله صلى الله عليه وسلم على ابني بيضاء في المسجد سهيل وأخيه
তাহকীক:
হাদীস নং: ১১৩৬
নামাযের অধ্যায়
মসজিদের মধ্যে সালাতুল জানাযা আদায় করা
(১১৩৬) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি মসজিদের মধ্যে সালাতুল জানাযা আদায় করবে তার জন্য কিছু নেই।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من صلى على جنازة في المسجد فلا شيء له
তাহকীক: