ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১১৩৩
সালাতুল জানাযায় ইমামতির অগ্রাধিকার
(১১৩৩) তাবিয়ি আবু হাযিম বলেন, যখন হাসান রা. মৃত্যুবরণ করেন তখন আমি হুসাইনকে রা. দেখলাম, তিনি (মদীনার উমাইয়া প্রশাসক) সায়ীদ ইবনুল আস রা.কে ঘাড়ের পেছন থেকে ধাক্কা দিয়ে বলছেন, সামনে যান (ইমামতি করুন), যদি এই বিষয়টি (প্রশাসকের ইমামতি) সুন্নত না হত তাহলে আমি আপনাকে সামনে এগিয়ে দিতাম না।
عن أبي حازم قال: شهدت حسينا رضي الله عنه حين مات الحسن رضي الله عنه وهو يدفع في قفا سعيد بن العاص وهو يقول تقدم فلولا أنها السنة ما قدمتك

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১১৩৪
সালাতুল জানাযায় ইমামতির অগ্রাধিকার
(১১৩৪) তাবিয়ি ইবরাহীম নাখয়ি সালাতুল জানাযার বিষয়ে বলেন, মসজিদের ইমামগণ জানাযার সালাত পড়াবেন।
عن إبراهيم أنه قال في الصلاة على الجنائز: يصلي عليها أئمة

তাহকীক:
তাহকীক চলমান