ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১০৭৬
যাদুর দুআ
(১০৭৬) তাবিয়ি কা'ব আহবার বলেন, কয়েকটি বাক্য যদি আমি না বলতাম তাহলে ইহুদিগণ আমাকে (যাদু করে) গাধা বানিয়ে ফেলত । তাকে বলা হল, সেগুলো কী? তিনি বলেন, 'আমি আশ্রয় গ্রহণ করছি মহান আল্লাহর, যার চেয়ে মহত্তর আর কিছুই নেই, এবং আল্লাহর পূর্ণ শব্দাবলির, যেগুলোকে কোনো নেককার বা পাপী অতিক্রম করতে পারে না, এবং আমার জানা ও আমার অজানা আল্লাহর সকল সুন্দর নামের, (আশ্রয় গ্রহণ করছি) তিনি যা সৃষ্টি করেছেন, অস্তিত্ব প্রদান করেছেন এবং রূপ দিয়েছেন তার অকল্যাণ বা ক্ষতি থেকে।
عن كعب الأحبار قال: لولا كلمات أقولهن لجعلتني يهود حمارا فقيل له وما هن؟ فقال: أعوذ بوجه الله العظيم الذي ليس شيء أعظم منه وبكلمات الله التامات التي لا يجاوزهن بر ولا فاجر وبأسماء الله الحسنى كلها ما علمت منها وما لم أعلم من شر ما خلق وبرأ وذراً
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান