ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১০৭৫
পাগলামি, অপ্রকৃতস্থতা বা জিনের আসরের দুআ
(১০৭৫) আবু লাইলা রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট বসে ছিলাম এমতাবস্থায় এক বেদুঈন তাঁর নিকট আগমন করে বলে, আমার একভাই অসুস্থ। তিনি বলেন, তার অসুস্থতা কী? সে বলে, অপ্রকৃতস্থতা বা পাগলামি (জিনের আসর)। তিনি বলেন, তুমি তাকে আমার কাছে নিয়ে এসো। লোকটি তাকে নিয়ে আসে এবং তাঁর সামনে বসায়। তখন আমি শুনলাম তিনি নিম্নের আয়াতগুলো পড়ে তার জন্য দুআ করলেন: সূরা ফাতিহা, সূরা বাকারার শুরু থেকে ৪ আয়াত, সূরা বাকারার মাঝখান থেকে দুই আয়াত: (অর্থ) 'এক ইলাহ, তিনিই তোমাদের ইলাহ…' এবং আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষের তিন আয়াত, সূরা আল ইমরান থেকে একটি আয়াত, আমার মনে হয় আয়াতটি হল: (অর্থ) 'আল্লাহ সাক্ষ্য দেন যে, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই…', সূরা আ'রাফ থেকে একটি আয়াত: (অর্থ) ‘তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি সৃষ্টি করেছেন…' সূরা মুমিনূনের একটি আয়াত: (অর্থ) ‘যে ব্যক্তি আল্লাহর সাথে ডাকে অন্য ইলাহ, ওই বিষয়ে তার নিকট কোনো সনদ নেই…' সূরা জিন্নের একটি আয়াত: (অর্থ) ‘এবং নিশ্চয়ই সমুচ্চ আমাদের প্রতিপালকের মর্যাদা; তিনি গ্রহণ করেন নি কোনো পত্নী এবং না কোনো সন্তান , সূরা সাফফাতের প্রথম থেকে দশ আয়াত, সূরা হাশরের শেষের ৩ আয়াত, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস। তখন সেই অসুস্থ বেদুঈন ব্যক্তি সুস্থ হয়ে উঠে দাঁড়াল। তার আর কোনো অসুবিধা ছিল না।
عن أبي ليلى رضي الله عنه قال: كنت جالسا عند النبي صلى الله عليه وسلم إذ جاءه أعرابي فقال: إن لي أخا وجعا قال ما وجع أخيك؟ قال به لمم قال إذهب فأتني به قال فذهب فجاء به فأجلسه بين يديه فسمعته عوذه بفاتحة الكتاب وأربع آيات من أول البقرة وآيتين من وسطها (وإلهكم إله واحد) وآية الكرسي وثلاث آيات من خاتمتها وآية من آل عمران أحسبه قال (شهد الله أنه لا إله إلا هو) وآية من الأعراف (إن ربكم الله الذي خلق) الآية وآية من المؤمنين (ومن يدع مع الله إلها آخر لا برهان له به) وآية من الجن (وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا) وعشر آيات من أول الصافات وثلاث آيات من آخر الحشر وقل هو الله أحد والمعوذتين فقام الأعرابي قد برأ ليس به بأس
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান