ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১০১২
সালাতুল ঈদের আগে ও পরে সালাত আদায়
(১০১২) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঈদুল ফিতরের দিনে বের হয়ে দুই রাকআত সালাতুল ঈদ আদায় করেন। তিনি এর পূর্বে ও এর পরে কোনো সালাত আদায় করেন নি।
عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم خرج يوم الفطر فصلى ركعتين لم يصل قبلها ولا بعدها
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১০১৩
সালাতুল ঈদের আগে ও পরে সালাত আদায়
(১০১৩) আবু সায়ীদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাতুল ঈদের পূর্বে কোনো সালাত আদায় করতেন না। অতঃপর যখন তিনি নিজ বাড়িতে ফিরতেন তখন দুই রাকআত সালাত আদায় করতেন।
عن أبي سعيد رضي الله عنه مرفوعا: لا يصلي قبل العيد شيئا فإذا رجع إلى منزله صلى ركعتين
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১০১৪
সালাতুল ঈদের আগে ও পরে সালাত আদায়
(১০১৪) তাবিয়ি ইবন সীরীন বলেন, ইবন মাসউদ রা. ও হুযাইফা রা. মানুষদেরকে নিষেধ করতেন, অথবা তিনি বলেন, তারা দুইজন মানুষদেরকে বসিয়ে দিতেন, যাকে ইমামের আগমনের আগে (ঈদের মাঠে নফল) সালাত আদায় করতে দেখতেন।
عن ابن سيرين أن ابن مسعود وحذيفة رضي الله عنهما كانا ينهيان الناس أو قال: يجلسان من يرياه يصلي قبل خروج الإمام
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান