ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১০১১
দুই ঈদের খুতবার সময় বসা বা চলে যাওয়ার অনুমতি
(১০১১) তাবিয়ি আতা ইবন আবি রাবাহ কর্তৃক আব্দুল্লাহ ইবনুস সায়িব রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে ঈদের সালাতে উপস্থিত ছিলাম। তিনি যখন সালাত শেষ করলেন তখন বললেন, আমরা খুতবা (বক্তৃতা) দেব। যে খুতবার জন্য বসতে পছন্দ করে সে বসুক। আর যে চলে যেতে ভালোবাসে সে চলে যাক ।
عن عطاء عن عبد الله بن السائب قال: شهدت مع رسول الله صلى الله عليه وسلم العيد فلما قضى الصلاة قال: إنا نخطب فمن أحب أن يجلس للخطبة فليجلس ومن أحب أن يذهب فليذهب

তাহকীক:
তাহকীক চলমান