ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৯৮৮
নামাযের অধ্যায়
জুমুআর দিনে যুহরের সালাত জামাআতে আদায় করা চলবে না
(৯৮৮) আলী রা. বলেন, জুমুআর দিনে ইমামের সাথে ছাড়া জামাআত হবে না ।
كتاب الصلاة
عن علي رضي الله عنه قال: لا جماعة يوم الجمعة إلا مع الإمام
তাহকীক:
হাদীস নং: ৯৮৯
নামাযের অধ্যায়
জুমুআর দিনে যুহরের সালাত জামাআতে আদায় করা চলবে না
(৯৮৯) আলী রা. বলেন, যে স্থানে জুমুআর সালাতে হাযির হওয়া জরুরি, সেই স্থানে কোনো মানুষ জুমুআর দিনে যুহরের সালাত জামাআতে আদায় করবে না।
كتاب الصلاة
عن علي رضي الله عنه قال: لا يجمع القوم الظهر يوم الجمعة في موضع يجب عليهم فيه شهود الجمعة
তাহকীক: