ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৯৮৬
যে ব্যক্তি জুমুআর এক রাকআত পেল সে জুমুআ পেল আর যার দুই রাকআতই ছুটে যাবে সে যুহর আদায় করবে
(৯৮৬) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি সালাতুল জুমুআর বা অন্য কোনো সালাতের এক রাকআত পাবে, সে যেন তার সাথে আরেক রাকআত সংযুক্ত করে এবং তার সালাত পূর্ণ হয়ে গিয়েছে ।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: من أدرك ركعة من صلاة الجمعة وغيرها فليضف إليها أخرى وقد تمت صلاته

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৯৮৭
যে ব্যক্তি জুমুআর এক রাকআত পেল সে জুমুআ পেল আর যার দুই রাকআতই ছুটে যাবে সে যুহর আদায় করবে
(৯৮৭) ইবন মাসউদ রা. বলেন, যদি কেউ জুমুআর সালাতের এক রাকআত পায় তাহলে সে যেন আরেক রাকআত তার সাথে যুক্ত করে। আর যার দুই রাকআতই ছুটে যাবে সে যেন চার রাকআত আদায় করে।
عن عبد الله رضي الله عنه قال: من أدرك من الجمعة ركعة فليضف إليها أخرى ومن فاتته الركعتان فليصل أربعا

তাহকীক:
তাহকীক চলমান