ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৯৪৪
সফরে সুন্নত-নফল সালাত আদায় করা
(৯৪৪) ইবন উমার রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ), আবু বাকর রা., উমার রা. এবং উসমান রা.র সাথে সফর করেছি। তাঁরা যুহর এবং আসর দুই রাকআত দুই রাকআত করে আদায় করতেন। তাঁরা তার আগে ও পরে কোনো (সুন্নত-নফল) সালাত আদায় করতেন না। ইবন উমার রা. বলেন, আমি যদি আগে বা পরে সুন্নতই পড়তাম তাহলে ফরয সালাত পুরো পড়তাম।
عن ابن عمر رضي الله عنهما قال: سافرت مع النبي صلى الله عليه وسلم وأبي بكر وعمر وعثمان رضي الله عنهم فكانوا يصلون الظهر والعصر ركعتين ركعتين لا يصلون قبلها ولا بعدها وقال عبد الله: لو كنتُ مصليا قبلها أو بعدها لأتممتها

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৯৪৫
সফরে সুন্নত-নফল সালাত আদায় করা
(৯৪৫) তাবিয়ি হাফস ইবন আসিম বলেন, আমি একবার অসুস্থ হলে আমার চাচা আব্দুল্লাহ ইবন উমার রা. আমাকে দেখতে আসেন । আমি তাকে সফর অবস্থায় সুন্নত নামায আদায় সম্পর্কে প্রশ্ন করলাম । তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে সফর করেছি। আমি তাঁকে কখনো সুন্নত আদায় করতে দেখি নি। আমি যদি সুন্নতই আদায় করব তাহলে তো ফরয নামাযই পুরো চার রাকআত আদায় করতাম। আর আল্লাহ বলেছেন, ‘নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে’ ।
عن حفص بن عاصم قال: مرضت مرضا فجاء ابن عمر رضي الله عنهما يعودني قال: وسألته عن السبحة في السفر فقال: صحبت رسول الله صلى الله عليه وسلم في السفر فما رأيته يسبح ولو كنت مسبحا لأتممت وقد قال الله تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৯৪৬
সফরে সুন্নত-নফল সালাত আদায় করা
(৯৪৬) ইবন উমার রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে গৃহে অবস্থান এবং সফর উভয় অবস্থাতেই সালাত আদায় করেছি । আমি গৃহে অবস্থানের সময়ে তাঁর সাথে যুহর চার রাকআত এবং তার পরে দুই রাকআত সালাত আদায় করেছি। আর আমি সফরে তাঁর সাথে যুহর দুই রাকআত এবং তার পরে দুই রাকআত সালাত আদায় করেছি।
عن ابن عمر رضي الله عنهما قال: صليت مع النبي صلى الله عليه وسلم في الحضر والسفر فصليت معه في الحضر الظهر أربعا وبعدها ركعتين وصليت معه في السفر الظهر ركعتين وبعدها ركعتين

তাহকীক:
তাহকীক চলমান
