ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৮৯৫
সন্দেহ হলে সালাত পুনরায় আদায় করা
(৮৯৫) উবাদাহ ইবনুস সামিত রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে একব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হয়, যে সালাতের মধ্যে ভুলে গিয়েছে— কয় রাকআত পড়েছে তা বুঝতে পারছে না। তিনি বলেন, সে তার সালাত পুনরায় আদায় করবে এবং বসা অবস্থায় দুইটি সাজদা দিবে।
عن عبادة بن الصامت رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن رجل سها في صلاته فلم يدر كم صلى قال: ليعد صلاته وليسجد سجدتين قاعدا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৮৯৬
সন্দেহ হলে সালাত পুনরায় আদায় করা
(৮৯৬) তাবিয়ি ইবরাহীম নাখয়ি বলেন, যদি তা তার প্রথম ভুল হয় তাহলে সে সালাত পুনরায় আদায় করবে। আর যদি ভুল অনেকবার হয় তাহলে সে সঠিক অবস্থা মনে করার চেষ্টা করবে এবং সাহউর জন্য দুইটি সাজদা করবে।
عن إبراهيم: إن كان أول نسيانه أعاد الصلاة وإن كان يكثر النسيان يتحرى الصواب وسجد سجدتي السهو
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান