ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৮৯৩
সালাত ভুলে গেলে কীভাবে আদায় করবে
(৮৯৩) আনাস ইবন মালিক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ কোনো সালাত ভুলে যায় তাহলে যখন তা স্মরণ হবে তখন সে তা আদায় করবে। এজন্য এছাড়া আর কোনো কাফফারা নেই। (আল্লাহ বলেছেন) 'আমার স্মরণার্থে সালাত কায়িম করো'
عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: من نسي صلاة فليصل إذا ذكرها لا كفارة لها إلا ذلك (وأقم الصلاة لذكري)
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৮৯৪
সালাত ভুলে গেলে কীভাবে আদায় করবে
(৮৯৪) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, খন্দকের যুদ্ধের সময় উমার ইবনুল খাত্তাব রা. সূর্যাস্তের পরে আসলেন। তিনি কুরাইশ কাফিরদের গালি দিতে লাগলেন । তিনি বলেন, হে আল্লাহর রাসূল, সূর্য প্রায় ডোবার উপক্রম করেছিল তখনো আমি আসরের সালাত আদায় করতে পারি নি। (আমি আসরের সালাত প্রায় সূর্যাস্তের সময় আদায় করেছি)। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আল্লাহর কসম, আমি তো আসর এখনো আদায় করি নি। তখন আমরা সমভূমিতে গমন করলাম। তিনি সালাতের জন্য ওযু করলেন এবং আমরাও সালাতের জন্য ওযু করলাম। এরপর তিনি সূর্যাস্তের পরে সালাতুল আসর আদায় করলেন । এরপর তিনি মাগরিব আদায় করলেন।
عن جابر بن عبد الله رضي الله عنه أن عمر بن الخطاب رضي الله عنه جاء يوم الخندق بعد ما غربت الشمس فجعل يسب كفار قريش قال: يا رسول الله ما كدت أصلي العصر حتى كادت الشمس تغرب قال النبي صلى الله عليه وسلم: والله ما صليتها فقمنا إلى بطحان فتوضأ للصلاة وتوضأنا لها فصلى العصر بعد ما غربت الشمس ثم صلى بعدها المغرب
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান