ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৭ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৮২৮
বিতরের কুনুত,সারা বছর চলবে, রুকুর পূর্বে, তাকবীর বলে এবং হাত তুলে
(৮২৮) তাবিয়ি আব্দুর রহমান ইবন আবু লাইলা (৮৩ হি.) কে সালাতুল বিতরের দুআ (কুনুত) সম্পর্কে প্রশ্ন করা হয়। তিনি বলেন, বারা' ইবন আযিব রা. আমাদেরকে বলেছেন, কুনুত স্থায়ী সুন্নত।
عن عبد الرحمن بن أبي ليلى أنه سأله عن القنوت في الوتر فقال: حدثنا البراء رضي الله عنه قال: سنة ماضية

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৮২৯
বিতরের কুনুত,সারা বছর চলবে, রুকুর পূর্বে, তাকবীর বলে এবং হাত তুলে
(৮২৯) তাবিয়ি ইবরাহীম নাখয়ি (৯৫ হি.) বলেন, সালাতুল বিতরে রুকুর পূর্বে কুনুত পাঠ রমাযান মাসে ও অন্য সকল সময়ে ওয়াজিব । তুমি যখন কুনুত পাঠের ইচ্ছা করবে তখন 'আল্লাহু আকবার' বলবে। এবং যখন রুকু করার ইচ্ছা করবে তখন আল্লাহু আকবার' বলবে।
عن إبراهيم أن القنوت في الوتر واجب في شهر رمضان وغيره قبل الركوع فإذا أردت أن تقنت فكبر وإذا أردت أن تركع فكبر

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৮৩০
বিতরের কুনুত,সারা বছর চলবে, রুকুর পূর্বে, তাকবীর বলে এবং হাত তুলে
(৮৩০) তাবিয়ি আব্দুল আযীয বলেন, একব্যক্তি আনাস রা.কে প্রশ্ন করে, কুনুত কি রুকুর পরে পাঠ করতে হবে, না কুরআন পাঠ শেষ করার পরে? তিনি বলেন, না, বরং কুরআন পাঠ শেষ করার পরে।
عن عبد العزيز قال: سأل رجل أنسا رضي الله عنه عن القنوت أبعد الركوع أو عند فراغ من القراءة؟ قال لا بل عند فراغ من القراءة

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৮৩১
বিতরের কুনুত,সারা বছর চলবে, রুকুর পূর্বে, তাকবীর বলে এবং হাত তুলে
(৮৩১) উবাই উবন কা'ব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তিন রাকআত বিতর আদায় করতেন... এবং তিনি রুকুর পূর্বে কুনুত পাঠ করতেন।
عن أبي بن كعب رضي الله عنه مرفوعا: كان يوتر بثلاث ركعات ….. ويقنت قبل الركوع

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৮৩২
বিতরের কুনুত,সারা বছর চলবে, রুকুর পূর্বে, তাকবীর বলে এবং হাত তুলে
(৮৩২) তাবিয়ি ইবরাহীম নাখয়ি বলেন, ইবন মাসউদ রা. সারাবছর সালাতুল বিতরে রুকুর পূর্বে কুনুত পাঠ করতেন।
عن إبراهيم أن ابن مسعود رضي الله عنه كان يقنت السنة كلها في الوتر قبل الركوع

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৮৩৩
বিতরের কুনুত,সারা বছর চলবে, রুকুর পূর্বে, তাকবীর বলে এবং হাত তুলে
(৮৩৩) আসওয়াদ থেকে বর্ণিত, আব্দুল্লাহ রা. সালাতুল বিতরের শেষ রাকআতে ‘কুল হুওয়াল্লাহু আহাদ' (সূরা ইখলাস) পাঠ করতেন। এরপর তিনি রুকুর আগে দুইহাত উঠাতেন এবং কুনুত পাঠ করতেন।
عن الأسود أن عبد الله رضي الله عنه كان يقرأ في آخر ركعة من الوتر: قل هو الله أحد ثم يرفع يديه ويقنت قبل الركعة

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৮৩৪
বিতরের কুনুত,সারা বছর চলবে, রুকুর পূর্বে, তাকবীর বলে এবং হাত তুলে
(৮৩৪) তাবিয়ি আবু উসমান নাহদি বলেন, আমরা উমার রা.র নিকট আসতাম । তিনি মানুষদেরকে ইমামতি করতেন । অতঃপর তিনি রুকুর সময়** আমাদেরকে নিয়ে কুনুত পাঠ করতেন এবং তার দুইহাত উঠাতেন এমনকি তার দুইতালু দেখা যেত এবং তার বাজু দুইটি বের করতেন।
عن أبي عثمان النهدي قال: كنا نجيء وعمر رضي الله عنه يوم النّاس ثم يقنت بنا عند الركوع ويرفع يديه حتى يبدو كفاه ويخرج ضبعيه

তাহকীক:
তাহকীক চলমান
