ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৮০৭
কা'বার মধ্যে সালাত
(৮০৭) আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) উসামা ইবন যাইদ, বিলাল ও উসমান ইবন তালহা হাজাবি রা.কে সাথে নিয়ে কা'বা গৃহের মধ্যে প্রবেশ করেন এবং দরজা বন্ধ করে দেন। তিনি কিছু সময় কাবা গৃহের মধ্যে অবস্থান করেন। বের হয়ে আসার পরে আমি বিলালকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কী করলেন? তিনি বলেন, তিনি একটি খুঁটি (স্তম্ভ) বামে রাখলেন, একটি খুঁটি ডানে রাখলেন এবং তিনটি খুঁটি পেছনে রাখলেন- সে সময়ে কা'বাগৃহ ছয়টি খুঁটি বা স্তম্ভের উপর ছিল- এরপর তিনি সালাত আদায় করলেন।
عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم دخل الكعبة وأسامة بن زيد وبلال وعثمان بن طلحة الحجبي رضي الله عنهم فأغلقها عليه ومكث فيها فسألت بلالا حين خرج ما صنع النبي صلى الله عليه وسلم؟ قال جعل عمودا عن يساره وعمودا عن يمينه وثلاثة أعمدة وراءه وكان البيت يومئذ على ستة أعمدة ثم صلى

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৮০৮
কা'বার মধ্যে সালাত
(৮০৮) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কা'বা গৃহের মধ্যে প্রবেশ করেন । সে সময়ে কা'বা গৃহের মধ্যে ছয়টি খুঁটি ছিল। তিনি একটি খুঁটির নিকট দুআ করেন। তিনি সালাত আদায় করেন নি।
عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم دخل الكعبة وفيها ست سوار فقام عند سارية فدعا ولم يصل

তাহকীক:
তাহকীক চলমান
