ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৭৯১
ওযু-বিহীন ব্যক্তি, গোসল-বিহীন ব্যক্তি ও ঋতুবতী মহিলার মসজিদে প্রবেশ
(৭৯১) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা এ সকল বাড়িঘরের মুখগুলো মসজিদ থেকে ঘুরিয়ে নাও; কারণ আমি কোনো ঋতুবতী মহিলা বা গোসল আবশ্যক মানুষের জন্য মসজিদে প্রবেশ বৈধ করব না।
عن عائشة رضي الله عنها مرفوعا: وجهوا هذه البيوت عن المسجد فإني لا أحل المسجد لحائض ولا جنب

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭৯২
ওযু-বিহীন ব্যক্তি, গোসল-বিহীন ব্যক্তি ও ঋতুবতী মহিলার মসজিদে প্রবেশ
(৭৯২) আলী রা. থেকে বর্ণিত, তিনি একদিন পেশাব করেন। এরপর তিনি ওযু করার পূর্বেই মসজিদে প্রবেশ করে মসজিদ অতিক্রম করে চলে যান।
عن علي رضي الله عنه أنه بال ثم دخل المسجد فاجتاز فيه قبل أن يتوضأ

তাহকীক:
তাহকীক চলমান