ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৭১৫
মুসল্লীর সামনে দিয়ে চলাচল করলে সালাত ভঙ্গ হবে কি না
(৭১৫) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কুকুর, গাধা ও মহিলা সালাত ভেঙ্গে দেয়।
عن أنس رضي الله عنه مرفوعا: يقطع الصلاة الكلب والحمار والمرأة

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭১৬
মুসল্লীর সামনে দিয়ে চলাচল করলে সালাত ভঙ্গ হবে কি না
(৭১৬) আবু যার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমাদের কেউ সালাতে দাঁড়াবে তখন যদি তার সামনে উটের পিঠের আসনের পেছনে হেলান দেওয়ার কাঠের পরিমাণ কিছু থাকে তাহলে তা তাকে আড়াল করবে। আর যদি ওই পরিমাণ কিছু না থাকে তাহলে গাধা, মহিলা ও কালো কুকুর সালাত ভঙ্গ করবে।
عن أبي ذر رضي الله عنه مرفوعا: إذا قام أحدكم يصلي فإنّه يستره إذا كان بين يديه مثل آخرة الرحل فإذا لم يكن بين يديه مثل آخرة الرحل فإنه يقطع صلاته الحمار والمرأة والكلب الأسود

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৭১৭
মুসল্লীর সামনে দিয়ে চলাচল করলে সালাত ভঙ্গ হবে কি না
(৭১৭) তাবিয়ি সালিম বলেন, আমার পিতা আব্দুল্লাহ ইবন উমার রা.কে বলা হয় যে, মদীনার প্রসিদ্ধ তাবিয়ি আব্দুল্লাহ ইবন আইয়াশ ইবন আবু রাবীআহ বলেন যে, কুকুর এবং গাধা সালাত ভেঙ্গে দেয়। তখন ইবন উমার রা. বলেন, কোনো কিছুই মুসলিমের সালাত ভাঙ্গে না।
عن سالم قال: قيل لابن عمر إن عبد الله بن عياش بن ربيعة يقول: يقطع الصلاة الكلب والحمار فقال ابن عمر رضي الله عنهما: لا يقطع صلاة المسلم شيء... مما يمر بين يدي المصلي

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭১৮
মুসল্লীর সামনে দিয়ে চলাচল করলে সালাত ভঙ্গ হবে কি না
(৭১৮) ইবন উমার রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ), আবু বাকর রা. ও উমার রা. বলেছেন, মুসলিমের সালাত কিছুই ভঙ্গ করে না। তুমি যথাসম্ভব বাঁধা দেবে।
عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم وأبا بكر وعمر رضي الله عنهما قالوا: لا يقطع صلاة المسلم شيء وادرا ما استطعت

তাহকীক:
তাহকীক চলমান