ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৬৭৩
বসে সালাত আদায়কারীর পেছনে দাঁড়িয়ে সালাত আদায় করা
(৬৭৩) আয়িশা রা. রাসূলুল্লাহ (ﷺ) এর ইন্তিকালের পূর্বে অসুস্থ থাকাকালীন ইমামতির বিষয়ে বলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) এসে আবু বাকর রা.র বামে বসেন। আবু বাকর দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন এবং রাসূলুল্লাহ (ﷺ) বসে সালাত আদায় করছিলেন। আবু বাকর রা. রাসূলুল্লাহ (ﷺ) এর সালাতের ইকতিদা করছিলেন এবং সমবেত মানুষেরা ছিলেন আবু বাকরের সালাতের মুকতাদি।
عن عائشة رضي الله عنها في قصة صلاة رسول الله صلى الله عليه وسلم بالناس في مرضه الذي توفي فيه قالت: فجاء رسول الله صلى الله عليه وسلم حتى جلس عن يسار أبي بكر فكان أبو بكر يصلي قائما وكان رسول الله صلى الله عليه وسلم يصلي قاعدا يقتدي أبو بكر بصلاة رسول الله صلى الله عليه وسلم والناس مقتدون بصلاة أبي بكر رضي الله عنه

তাহকীক:
তাহকীক চলমান
