ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৬৭২
বেড়ার আড়াল থেকে ইকতিদা করা
(৬৭২) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রাত্রে তাঁর কক্ষের মধ্যে সালাত আদায় করতেন। কক্ষের দেওয়াল ছিল ছোট। মানুষেরা রাসূলুল্লাহ (ﷺ) এর আকৃতি দেখতে পান । তখন কিছু মানুষ তাঁর পেছনে ইকতিদা করে তাঁর সাথে সালাত আদায় করেন।
عن عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم يصلي من الليل في حجرته وجدار الحجرة قصير فرأى الناس شخص النبي صلى الله عليه وسلم فقام أناس يصلون بصلاته
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান