ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৬৪৫
একজন ইমামের ডানে দাঁড়াবে এবং দুইজন পেছনে দাঁড়াবে
(৬৪৫) ইবন আব্বাস রা. বলেন, আমি একরাতে আমার খালা (নবী-পত্নী) মাইমুনার ঘরে রাত-যাপন করলাম। রাতে রাসূলুল্লাহ (ﷺ) ঘুমালেন । রাতের গভীরে রাসূলুল্লাহ (ﷺ) ঘুম থেকে উঠে একটি টাঙানো পানির মশক থেকে পানি নিয়ে হালকা ওযু করলেন। এরপর সালাতে দাঁড়ালেন। আমি তাঁর ওযুর অনুরূপ ওযু করলাম। এরপর এসে তাঁর বামে দাঁড়ালাম । তিনি আমাকে ঘুরিয়ে তাঁর ডানে দাঁড় করিয়ে দিলেন। এরপর তিনি আল্লাহর মর্যি মতো সালাত আদায় করলেন।
عن ابن عباس رضي الله عنه قال: بت عند خالتي ميمونة ليلة فنام النبي صلى الله عليه وسلم من الليل فلما كان في بعض الليل قام النبي صلى الله عليه وسلم فتوضأ من شن معلق وضوءا خفيفا وقام يصلي فتوضأت نحوا مما توضأ ثم جئت فقمت عن يساره فحولني فجعلني ثم صلى عن يمينه ما شاء الله

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৬৪৬
একজন ইমামের ডানে দাঁড়াবে এবং দুইজন পেছনে দাঁড়াবে
(৬৪৬) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (তাহাজ্জুদের) সালাতে দাঁড়ালেন । আমি এসে তাঁর বামে দাঁড়ালাম। তখন তিনি আমার হাত ধরে আমাকে ঘুরিয়ে তাঁর ডানে দাঁড় করিয়ে দিলেন। এরপর জাব্বার ইবন সাখর এল। সে রাসূলুল্লাহ (ﷺ) এর বামে দাঁড়াল। তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাদের দুজনেরই হাত ধরে পেছনে ধাক্কা দিয়ে আমাদের দুইজনকে তাঁর পেছনে দাঁড় করিয়ে দিলেন।
عن جابر رضي الله عنه قال: ...فقام رسول الله صلى الله عليه وسلم ليصلي فقمت عن يسار رسول الله صلى الله عليه وسلم فأخذ بيدي فأدارني حتى أقامني عن يمينه ثم جاء جبار بن صخر فقام عن يسار رسول الله صلى الله عليه وسلم فأخذ رسول الله صلى الله عليه وسلم بيدينا جميعا فدفعنا حتى أقامنا خلفه

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৬৪৭
একজন ইমামের ডানে দাঁড়াবে এবং দুইজন পেছনে দাঁড়াবে
(৬৪৭) তাবিয়ি আব্দুর রহমান ইবনুল আসওয়াদ (৯৯ হি.) তার পিতা আসওয়াদ ইবন ইয়াযীদ (৭৫ হি.) থেকে বলেন, তিনি (আসওয়াদ) ও আলকামা ইবন কাইস (৬২ হি.) ইবন মাসউদ রা.র বাড়িতে গমন করে ভেতরে প্রবেশের অনুমতি প্রার্থনা করেন। তিনি অনুমতি প্রদান করেন। এরপর তিনি আমার ও আলকামার মাঝে দাঁড়িয়ে সালাত আদায় করেন। এরপর তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে এভাবে করতে দেখেছি।
عن عبد الرحمن بن الأسود عن أبيه قال: استأذن علقمة والأسود على عبد الله فأذن لهما ثم قام فصلى بيني وبينه ثم قال هكذا رأيت رسول الله صلى الله عليه وسلم فعل

তাহকীক:
তাহকীক চলমান
