ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৬৪২
মেয়েদের জামাআত ও মেয়েদের বাড়িতে সালাত আদায়ের ফযীলত
(৬৪২) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, জামে' মসজিদ (বা মহল্লার মসজিদ) ছাড়া মেয়েদের জামাআতে কোনো কল্যাণ নেই।
عن عائشة رضي الله عنها مرفوعا: لا خير في جماعة النساء إلا في مسجد جماعة

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৬৪৩
মেয়েদের জামাআত ও মেয়েদের বাড়িতে সালাত আদায়ের ফযীলত
(৬৪৩) ইবন মাসউদ রা. বলেন, মহিলার জন্য নিজ বিছানায় সালাত আদায় নিজ কক্ষের মধ্যে সালাত আদায় করার চেয়ে উত্তম। নিজ কক্ষের মধ্যে সালাত আদায় করা নিজের বাড়ির মধ্যে সালাত আদায় করার চেয়ে উত্তম। আর নিজ বাড়ির মধ্যে সালাত আদায় বাড়ির বাইরে সালাত আদায় করার থেকে উত্তম।
عن ابن مسعود رضي الله عنه قال: صلاة المرأة في بيتها أفضل من صلاتها في حجرتها وصلاتها في حجرتها أفضل من صلاتها في دارها وصلاتها في دارها أفضل من صلاتها فيما سواه

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৬৪৪
মেয়েদের জামাআত ও মেয়েদের বাড়িতে সালাত আদায়ের ফযীলত
(৬৪৪) আয়িশা রা. বলেন, মেয়েরা নতুনভাবে যা কিছু করছে তা যদি রাসূলুল্লাহ (ﷺ) দেখতেন তাহলে তিনি তাদেরকে মসজিদে আসতে নিষেধ করতেন, যেমন ইহুদিদের মেয়েদেরকে নিষেধ করা হয়েছিল ।
عن عائشة رضي الله عنها: لو أن رسول الله صلى الله عليه وسلم رأى ما أحدث النساء لمنعهن المسجد كما منعت نساء بني إسرائيل

তাহকীক:
তাহকীক চলমান
