ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৫০১
কাপড়ের প্রাক্ত, টুপি বা পাগড়ির উপর সাজদা করা
(৫০১) আনাস ইবন মালিক রা. বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে সালাত আদায় করতাম। তখন আমাদের মধ্যে কেউ কেউ গরমের তীব্রতার কারণে সাজদার স্থানে তার পরিধানের কাপড়ের প্রান্ত রাখতেন।
عن أنس بن مالك رضي الله عنه قال: كنا نصلي مع النبي صلى الله عليه وسلم فيضع أحدنا طرف الثوب من شدة الحر في مكان السجود
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫০২
কাপড়ের প্রাক্ত, টুপি বা পাগড়ির উপর সাজদা করা
(৫০২) তাবিয়ি হাসান বসরি (১১০ হি.) বলেন, তৎকালীন মানুষেরা (সাহাবিগণ) পাগড়ি ও টুপির উপর সাজদা করতেন এবং (সাজদার সময়) তাদের হাতগুলো হাতার মধ্যে বা পরিধানের কাপড়ের মধ্যে থাকত।
عن الحسن أنه قال: كان القوم يسجدون على العمامة والقلنسوة ويداه في كمه
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান