ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৬ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৪৯০
সাজদার পদ্ধতি
(৪৯০) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি আদিষ্ট হয়েছি যে, আমি সাতটি হাড়ের উপর সাজদা করব: কপাল এবং তিনি নাকের উপর হাত দিয়ে ইশার করেন, দুইহাত, দুইহাটু এবং দুই পায়ের প্রান্তগুলো । আর আমরা কাপড় এবং চুল গোটাব না।
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: أمرت أن أسجد على سبعة أعظم على الجبهة وأشار بيده على أنفه واليدين والركبتين وأطراف القدمين ولا نكفت الثياب والشعر

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৪৯১
সাজদার পদ্ধতি
(৪৯১) আবু হুমাইদ সায়িদি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন সাজদা করতেন তখন তাঁর নাক ও কপাল দৃঢ়ভাবে মাটিতে স্থিত করতেন। এবং তিনি তাঁর দুই হাতকে তাঁর দুইপার্শ্ব থেকে দূরে সরিয়ে রাখতেন। আর তিনি তাঁর দুই হাতের তালু দুই কাঁধের সমান্তরালে রাখতেন ।
عن أبي حميد الساعدي رضي الله عنه مرفوعا: كان إذا سجد أمكن أنفه وجبهته من الأرض ونحى يديه عن جنبيه ووضع كفيه حذو منكبيه

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৪৯২
সাজদার পদ্ধতি
(৪৯২) বারা' ইবন আযিব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন সাজদা করতেন তখন তাঁর মুখমণ্ডলকে তাঁর দুই করতলের মাঝামাঝি রাখতেন।
عن البراء بن عازب رضي الله عنه مرفوعا: أنه صلى الله عليه وسلم يضع وجهه إذا سجد بين كفيه

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৪৯৩
সাজদার পদ্ধতি
(৪৯৩) ওয়ায়িল ইবন হুজর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দুই করতলের মাঝে সাজদা করেন।
عن وائل بن حجر رضي الله عنه مرفوعا: أنه صلى الله عليه وسلم سجد بين كفيه

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৪৯৪
সাজদার পদ্ধতি
(৪৯৪) আবু হুমাইদ রা. রাসূলুল্লাহ (ﷺ) এর সালাত আদায়ের পদ্ধতি বর্ণনা করে বলেন, তিনি যখন সাজদা করতেন তখন তাঁর দুই পায়ের আঙ্গুলগুলো কিবলামুখি করতেন।
عن أبي حميد رضي الله عنه في صفة الصلاة مرفوعا : استقبل بأطراف أصابع رجليه القبلة

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৪৯৫
সাজদার পদ্ধতি
(৪৯৫) ওয়ায়িল ইবন হুজর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সাজদার সময় তাঁর আঙুলগুলো মিলিত রাখতেন।
عن وائل بن حجر رضي الله عنه مرفوعا: إذا سجد ضم أصابعه

তাহকীক:
তাহকীক চলমান