ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৩৭৬
নামাযের অধ্যায়
আযান প্রদানকারীর ইকামত দেওয়া মুসতাহাব
(৩৭৬) যিয়াদ ইবন হারিস সুদায়ি রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে আযান দিবে সেই ইকামত দিবে।
كتاب الصلاة
عن زياد بن الحارث الصدائي رضي الله عنه مرفوعا: من أذن فهو يقيم
তাহকীক:
হাদীস নং: ৩৭৭
নামাযের অধ্যায়
আযান প্রদানকারীর ইকামত দেওয়া মুসতাহাব
(৩৭৭) আব্দুল্লাহ ইবন যাইদ রা. থেকে তার আযান বিষয়ক স্বপ্ন ও আযান শুরুর এক বর্ণনায় তিনি বলেন, বিলালের আযানের পরে আমি বললাম, আমিই আযান স্বপ্নে দেখেছি এবং আমি আযান দেওয়ার ইচ্ছা করি । তখন তিনি বলেন, তাহলে তুমি ইকামত দাও।
كتاب الصلاة
عن عبد الله بن زيد رضي الله عنه (في قصة رؤيته الأذان): فأذن بلال فقال عبد الله: أنا رأيته وأنا كنت أريده قال: فأقم أنت
তাহকীক: