ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৩৭৫
নামাযের অধ্যায়
আযানের পরে কিছু বিলম্ব করে ইকামত দেওয়া
(৩৭৫) উবাই ইবন কা'ব থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, হে বিলাল, তুমি আযান এবং ইকামতের মধ্যে কিছু সময় রাখবে যেন খাদ্যগ্রহণকারী ব্যক্তি শান্তভাবে তার খানা শেষ করতে পারে এবং ওযুকারী শান্তভাবে তার প্রয়োজন মেটাতে পারে।
كتاب الصلاة
عن أبي بن كعب رضي الله عنه مرفوعا: يا بلال اجعل بين أذانك وإقامتك نفسا يفرغ الأكل من طعامه في مهل ويقضي المتوضئ حاجته في مهل
তাহকীক: