ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩০৩
গ্রীষ্মকালের যুহর ও জুমুআর সালাত বিলম্বে আদায় করা মুসতাহাব
(৩০৩) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন উত্তাপ প্রচণ্ড হবে তখন তোমরা সালাতকে ঠাণ্ডা করবে; কারণ উত্তাপের প্রচণ্ডতা জাহান্নামের প্রশ্বাস থেকে ।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا اشتد الحر فأبردوا بالصلاة فإن شدة الحر من فيح جهنم
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৩০৪
গ্রীষ্মকালের যুহর ও জুমুআর সালাত বিলম্বে আদায় করা মুসতাহাব
(৩০৪) আনাস ইবন মালিক রা. বলেন, যখন ঠাণ্ডা বৃদ্ধি পেত তখন রাসূলুল্লাহ (ﷺ) ওয়াক্তের শুরুতেই সালাত আদায় করতেন। আর যখন উত্তাপ বৃদ্ধি পেত তখন তিনি সালাতকে ঠাণ্ডা করতেন, অর্থাৎ জুমুআর সালাত ।
عن أنس بن مالك رضي الله عنه قال: كان النبي صلى الله عليه وسلم إذا اشتد البرد بكر بالصلاة وإذا اشتد الحر أبرد بالصلاة يعني الجمعة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৩০৫
গ্রীষ্মকালের যুহর ও জুমুআর সালাত বিলম্বে আদায় করা মুসতাহাব
(৩০৫) আবু যার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর মুয়াযযিন যুহরের সালাতের আযান প্রদান করে। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেন, ঠাণ্ডা করো, ঠাণ্ডা করো। অথবা তিনি বলেন, অপেক্ষা করো, অপেক্ষা করো।... এই হাদীসের শেষে আবু যার বলেন, এমনকি আমরা টিলাগুলোর ছায়া দেখতে পেলাম।
عن أبي ذر رضي الله عنه قال: أذن مؤذن النبي صلى الله عليه وسلم الظهر فقال: أبرد أبرد أو قال: إنتظر إنتظر... وفيه قال أبو ذر: حتى رأينا فيء التلول
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা