ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩০৫
গ্রীষ্মকালের যুহর ও জুমুআর সালাত বিলম্বে আদায় করা মুসতাহাব
(৩০৫) আবু যার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর মুয়াযযিন যুহরের সালাতের আযান প্রদান করে। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেন, ঠাণ্ডা করো, ঠাণ্ডা করো। অথবা তিনি বলেন, অপেক্ষা করো, অপেক্ষা করো।... এই হাদীসের শেষে আবু যার বলেন, এমনকি আমরা টিলাগুলোর ছায়া দেখতে পেলাম।
عن أبي ذر رضي الله عنه قال: أذن مؤذن النبي صلى الله عليه وسلم الظهر فقال: أبرد أبرد أو قال: إنتظر إنتظر... وفيه قال أبو ذر: حتى رأينا فيء التلول

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, এই হাদীস থেকে যুহরের সালাত অনেক দেরি করে পড়ার কথা বোঝা যায়। কারণ টিলার আকৃতি গোলাকার হয় এবং পাদদেশ প্রশস্ত থাকে। এগুলোর ছায়া মাটিতে আসতে অনেক দেরি হয় । মাটিতে টিলার ছায়া দেখতে পাওয়ার এই হাদীস থেকে মনে হয়, যুহরের ওয়াক্ত প্রত্যেক বস্তুর ছায়া তার দ্বিগুণ হওয়া পর্যন্ত বাকি থাকে । তবে এই অর্থে কোনো স্পষ্ট হাদীস পাওয়া যায় না। আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৩০৫ | মুসলিম বাংলা