ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৯০
সালাতে উৎসাহ প্রদান
(২৯০) হানযালা কাতিব রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত সদাসর্বদা পরিপূর্ণরূপে সংরক্ষণ করবে, এর রুকু, সাজদা, ওযু, ওয়াক্ত পূর্ণরূপে সংরক্ষণ করবে এবং জানবে যে, এগুলো আল্লাহর পক্ষ থেকে তার উপর অর্পিত হক দায়িত্ব, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অথবা তিনি বলেন, সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। অন্য বর্ণনায়, সেই ব্যক্তির জন্য জাহান্নাম নিষিদ্ধ হয়ে যাবে।
عن حنظلة الكاتب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم يقول: من حافظ على الصلوات الخمس ركوعهن وسجودهن ووضوئهنّ ومواقيتهن وعلم أنهن حق من عند الله دخل الجنة أو قال وجبت له الجنة. وفي لفظ: حرم على النار
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান