ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৫০
মোজা কীভাবে পবিত্র হবে
(২৫০) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি তোমাদের কেউ তার পরিহিত মোজাদ্বয় দিয়ে নোংরা বা নাপাকি পদদলিত করে তাহলে মাটিই তার মোজা দুইটিকে পবিত্র করবে।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا وطئ (أحدكم) الأذى بخفيه فطهورهما التراب

তাহকীক:
তাহকীক চলমান