ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২১৬
মোজার উপর মাসাহ করার পদ্ধতি
(২১৬) মুগীরাহ ইবন শু’বা রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে এক সফরে ছিলাম। (ওযুর উদ্দেশ্যে) আমি তাঁর পায়ের মোজা জোড়া খুলতে উদ্যত হই । তিনি বলেন, ওগুলোকে রেখে দাও; কারণ আমি পবিত্র অবস্থায় এগুলো পরিধান করেছি। অতঃপর তিনি সেগুলোর উপরে মাসাহ করেন।
عن المغيرة بن شعبة رضي الله عنه قال: كنت مع النبي صلى الله عليه وسلم في سفر فأهويت لأنزع خفيه فقال: دعهما فإني أدخلتهما طاهرتين فمسح عليهما
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:২১৭
মোজার উপর মাসাহ করার পদ্ধতি
(২১৭) উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মোজার উপরের অংশে মাসাহ করতে নির্দেশ দিয়েছেন, যদি সেগুলো পবিত্র অবস্থায় পরিধান করা হয়।
عن عمر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم يأمر بالمسح على ظهر الخفين إذا لبسهما وهما طاهرتان
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২১৮
মোজার উপর মাসাহ করার পদ্ধতি
(২১৮) মুগীরাহ ইবন শু’বা রা. বলেন, আমি দেখলাম যে, রাসূলুল্লাহ (ﷺ) পেশাব করলেন এবং ফিরে এসে তিনি ওযু করলেন। অতঃপর তিনি তাঁর দুই মোজার উপর মাসাহ করলেন। তিনি তাঁর ডানহাত ডান মোজার উপরে ও বামহাত বাম মোজার উপরে রাখলেন। এরপর তিনি মোজা দুইটির উপরে একবার মুছে নিলেন। আমার মনে হচ্ছে আমি যেন মোজা দুইটির উপরে রাসূলুল্লাহ (ﷺ) এর আঙ্গুলগুলো দেখতে পাচ্ছি ।
عن المغيرة بن شعبة، قال: «رأيت رسول الله صلى الله عليه وسلم بال، ثم جاء حتى توضأ ومسح على خفيه، ووضع يده اليمنى على خفه الآيمن، ويده اليسرى على خفه الآيسر، ثم مسح أعلاهما مسحة واحدة، حتى كأني أنظر إلى أصابع رسول الله صلى الله عليه وسلم على الخفين»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২১৯
মোজার উপর মাসাহ করার পদ্ধতি
(২১৯) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর মোজাদ্বয়ের উপরিভাগে মাসাহ করতেন।
عن علي رضي الله عنه مرفوعا: يمسح على ظاهر خفيه
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান