ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২১৫
যিকিরের জন্য তায়াম্মুম করা
(২১৫) আবুল জুহাইম ইবনুল হারিস ইবনুস সাম্মাহ আনসারি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জামাল কূপের দিক থেকে আসছিলেন। এমতাবস্থায় একব্যক্তি তাঁকে দেখে সালাম দেয়। রাসূলুল্লাহ (ﷺ) সালামের জবাব না দিয়ে একটি দেওয়ালের কাছে গিয়ে তাঁর মুখমণ্ডল ও দুইহাত মাসাহ করেন (তায়াম্মুম করেন)। অতঃপর তিনি তার সালামের উত্তর প্রদান করেন।
عن أبي الجهيم بن الحارث بن الصمة الأنصاري رضي الله عنه قال: أقبل النبي صلى الله عليه وسلم من نحو بئر جمل فلقيه رجل فسلم عليه فلم يرد عليه النبي صلى الله عليه وسلم حتى أقبل على الجدار فمسح بوجهه ويديه ثم رد عليه السّلام
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান