ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ১৮৫
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
কূপের মধ্যে ইঁদুর, পাখি বা বিড়াল পতিত হলে
(১৮৫) তাবিয়ি মাইসারাহ বলেন, একটি কূপের মধ্যে ইঁদুর পতিত হয়ে মারা যায় । আলী রা. এই কূপের বিষয়ে বলেন, এর পানি তুলে ফেলে দিতে হবে
كتاب الطهارة
عن ميسرة أن عليا رضي الله عنه قال في بير وقعت فيها فأرة فماتت قال: ينزح ماؤها.
তাহকীক:
হাদীস নং: ১৮৬
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
কূপের মধ্যে ইঁদুর, পাখি বা বিড়াল পতিত হলে
(১৮৬) তাবিয়ি আমির ইবন শারাহীল শা'বি রাহ. (মৃ. ১০৪ হি.) বলেন, পাখি, বিড়াল বা অনুরূপ প্রাণি কূপের মধ্যে পতিত হলে (তা উঠিয়ে ফেলার পর) সেই কূপের ৪০ ‘বালতি’ পানি তুলে ফেলে দিতে হবে
كتاب الطهارة
عن الشعبي في الطير والنور ونحوهما يقع في البقر قال: ينزح منها أربعون دلوا.
তাহকীক:
হাদীস নং: ১৮৭
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
কূপের মধ্যে ইঁদুর, পাখি বা বিড়াল পতিত হলে
(১৮৭) তাবিয়ি ইবরাহীম নাখয়ি (৯৫ হি.) বলেন, কূপের মধ্যে ইঁদুর নিপতিত হলে সেই কূপ থেকে ৪০ বালতি পরিমাণ পানি তুলে ফেলে দিতে হবে ।
كتاب الطهارة
عن إبراهيم في فأرة وقعت في بئر: ينزح منها قدر أربعين دلوا.
তাহকীক: