ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৭৯
বিড়ালের ঝুটা
(১৭৯) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোনো পাত্রে বিড়াল মুখ দেয় বা পান করে তাহলে তার পবিত্রতা হল একবার বা দুইবার তা ধৌত করা।
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: طهور الإناء إذا ولغ فيه المر أن يغسل مرة أو مرتين... غسل مرة.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১৮০
বিড়ালের ঝুটা
(১৮০) কাবশাহ বিনতু কা'ব ইবন মালিক রা. আবু কাতাদাহ রা. থেকে বিড়ালের বিষয়ে বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বিড়াল অপবিত্র নয়। বিড়ালেরা তোমাদের চারপাশে ঘোরাঘুরি করে (পারিবারিক সদস্যদের মতোই)।
عن كبشة بنت كعب بن مالك عن أبي قتادة رضي الله عنه في هرة: إن رسول الله صلى الله عليه وسلم قال: إنها ليست بنجس إنما هي من الطوافين عليكم أو الطوافات .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান