ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৬ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৫৩
নাপাক ব্যক্তি পানাহার বা ঘুমানোর জন্য কী করবে
(১৫৩) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নাপাক অবস্থায় ঘুমানোর ইচ্ছা করলে তাঁর যৌনাঙ্গ ধৌত করতেন এবং সালাতের ওযুর মতো ওযু করতেন। (বুখারি ও মুসলিম)।
عن عائشة رضي الله عنها قالت: كان النبي صلى الله عليه وسلم إذا أراد أن ينام وهو جنب غسل فرجه وتوضأ للصلاة.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৫৪
নাপাক ব্যক্তি পানাহার বা ঘুমানোর জন্য কী করবে
(১৫৪) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন নাপাক হতেন অতঃপর ঘুমানোর ইচ্ছা করলে ওযু করতেন অথবা তায়াম্মুম করতেন।
عن عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم: إذا أجنب فأراد أن ينام توضأ أو تيمم

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৫৫
নাপাক ব্যক্তি পানাহার বা ঘুমানোর জন্য কী করবে
(১৫৫) আয়িশা রা. অন্য বর্ণনায় বলেন, আর যখন রাসূলুল্লাহ (ﷺ) পানাহারের ইচ্ছা করতেন তখন তাঁর দুইহাত ধৌত করতেন এবং তারপর পানাহার করতেন।
عن عائشة رضي الله عنها فيه: ...وإذا أراد أن يأكل أو يشرب قالت: غسل يديه ثم يأكل أو يشرب

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৫৬
নাপাক ব্যক্তি পানাহার বা ঘুমানোর জন্য কী করবে
(১৫৬) আম্মার ইবন ইয়াসির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নাপাক ব্যক্তির জন্য অনুমতি দিয়েছেন যে, সে পানাহার বা ঘুমানোর ইচ্ছা করলে সালাতের ওযুর মতো ওযু করবে।
عن عمار رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم رخص للجنب إذا أراد أن يأكل أو يشرب أو ينام أن يتوضأ وضوءه للصلاة.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৫৭
নাপাক ব্যক্তি পানাহার বা ঘুমানোর জন্য কী করবে
(১৫৭) আয়িশা রা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) প্রথম রাতে ঘুমাতেন এবং শেষ রাতে ইবাদতে জাগ্রত থাকতেন। এরপর তিনি তাঁর স্ত্রীর সান্নিধ্যের প্রয়োজন অনুভব করলে তা পূর্ণ করতেন। অতঃপর কোনোরূপ পানি স্পর্শ না করেই তিনি ঘুমিয়ে পড়তেন। যখন প্রথম আযান দেওয়া হত তখনই তিনি উঠে পড়তেন।
عن عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم ينام أول الليل ويحيي آخره ثم إن كانت له حاجة قضى حاجته ثم ينام قبل أن يمس ماء فإذا كان عند النداء الأول وثب

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৫৮
নাপাক ব্যক্তি পানাহার বা ঘুমানোর জন্য কী করবে
(১৫৮) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর যদি তাঁর স্ত্রীর নিকট কোনো প্রয়োজন থাকত তা মেটাতেন এবং এরপর সেভাবেই ঘুমিয়ে পড়তেন, কোনো প্রকার পানি স্পর্শ করতেন না।
عن عائشة رضي الله عنها قالت: إن رسول الله صلى الله عليه وسلم إن كانت له إلى أهله حاجة قضاها ثم ينام كهيئته لا يمس ماء.

তাহকীক:
তাহকীক চলমান