ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৫১
দুইবার দৈহিক মিলনের মাঝে গোসল করা মুসতাহাব
(১৫১) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর স্ত্রীগণের সাথে মিলিত হয়ে একবার মাত্র গোসল করতেন। (মুসলিম)।
عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يطوف على نسائه يغسل واحد

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৫২
দুইবার দৈহিক মিলনের মাঝে গোসল করা মুসতাহাব
(১৫২) আবু রাফি'রা. বলেন, একদিন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর স্ত্রীগণের নিকট গমন করেন। তিনি প্রত্যেকের নিকট গোসল করছিলেন । আমি বললাম, হে আল্লাহর রাসূল, সবগুলো একত্রে একবার গোসল করলে হত না? তিনি বলেন, এভাবে উত্তম, পরিচ্ছন্নতর ও পবিত্রতর।
عن أبي رافع رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم طاف ذات يوم على نسائه يغتسل عند هذه وعند هذه قال: قلت له يا رسول الله ألا تجعله غسلا واحدا؟ قال هذا أزكى وأطيب وأطهر.

তাহকীক:
তাহকীক চলমান